বিনোদন

কিছু মানুষ নোংরা নোংরা ম্যাসেজ করে ও ব্রা-এর সাইজ জানতে চেয়ে ম্যাসেজ পাঠায়: সায়ন্তিকা

শরীর নিয়ে কটাক্ষের বিরুদ্ধে আবারও সরব হলেন বলিউড ও টলিউড অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। এর আগেও তিনি জানিয়েছেন, কীভাবে তাকে নিজের বড় স্তনের জন্য সমালোচনার মুখোমুখি পড়তে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, ছোটবেলা থেকেই তার সঙ্গে এমনটা হয়ে আসছে।

এর আগেও একবার সায়ন্তনী জানিয়েছিলেন, কীভাবে কিছু মানুষ তাকে নোংরা নোংরা ম্যাসেজ করে স্তনের মাপ নিয়ে। তার ব্রা-এর সাইজ জানতে চেয়ে ম্যাসেজ পাঠায়।

এ প্রসঙ্গে সায়ন্তনী বলেন, ‘আমার যতদূর মনে পড়ে, আমি টিনেজ থেকেই এ ধরনের কথা শুনে আসছি। একবার এক নারী আমাকে বলেছিল, ‘তোমার বুক তো সমান নয়, বেশ ভালো। অনেক বড়ই। তুমি অনেক সেক্স করেছো না?’

আসলে অনেকেই ভাবেন, তোমার স্তন বড় মানেই তুমি অনেক সেক্স করেছো। আমি তখন বুঝতামই না উনি ঠিক কী বলতে চাইছেন। কারণ আমি তখন ভার্জিন। আমি এসব কথায় ভয় পেতাম না। মানুষের অজান্তেই এসব কথা মনে একটা ক্ষত তৈরি করে দিয়ে যায়।’

সায়ন্তনীর কথায়, ‘একসময় আমিও চুপ থেকেছি, যখন কোনো পুরুষ আমার স্তনের দিকে তাকিয়ে থেকেছে। কিন্তু অনেক হয়েছে। আমার মনে হয় মেয়েদের নিজেদের ভালোবাসার সময় এসেছে। বডি শেমিং করলে উচিত জবাব দিন, তা ছেলে হোক বা মেয়ে।’

২০০৬ সালে ক্যারিয়ার শুরু করেন সায়ন্তনী ঘোষ৷ টিভির পর্দা থেকেই তার ক্যারিয়ার শুরু৷ ‘কুমকুম এক প্যায়ারা সা বন্ধন’-এ নজর কাড়েন তিনি৷ এরপর ‘নাগিন’, ‘বানু ম্যায় তেরি দুলহান’, ‘মহাভারত’ ধারাবাহিকগুলোতে দেখা গেছে তাকে৷

Back to top button