বিনোদন

করোনা আতঙ্কে বলিউড প্রযোজকরা,লোকসানের আশংকায় অনেক সিনেমা

করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ।আর সেই আতঙ্কের রেশ এবার ছড়িয়ে পড়লো বলিউড ইন্ডাস্ট্রিতেও।সিনেমা হলগুলি তে করোনা আতঙ্কের কারণেই দিনের পর দিন কমছে ভিড়। এছাড়াও বাইরে শুটিং করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হওয়ার আশংকায় বাতিল হয়ে গেছে ‘রাধে’ ও ‘পৃথিরাজ’ সিনেমার শুটিং।

আর এবার বাণিজ্যিক স্বার্থের কারণে হয়তো পিছিয়ে যেতে পারে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ছবি ‘সূর্যবংশী’। চলতি মাসের ২৪ তারিখ এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।তবে যেহেতু করোনা আতঙ্কের কারণে সিনেমা হলে এই মুহূর্তে দর্শ কম আসছে।তাই এই ছবিটির মুক্তি নিয়ে দেখা যাচ্ছে আশঙ্কা।এখনো সঠিকভাবে জানা যায়নি অক্ষয় কুমার অভিনীত এই সিনেমাটি কবে মুক্তি পাবে।ইতিমধ্যে ভারতে পিছিয়ে দেওয়া হয়েছে জেমস বন্ডের নতুন সিনেমার মুক্তি।

বিভিন্ন সিনেমার প্রযোজকরা তাই লোকসানের আশঙ্কা করে সিনেমার শুটিং বন্ধ রেখেছে অথবা কমপ্লিট হয়ে যাওয়া সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়ার কথা ভাবছে। তাই আগামী দিনে হয়তো সিনেমা হলে কমে যেতে পারে সিনেমা মুক্তির সংখ্যা।

Back to top button