করোনায় শুটিংয়ের আগে বেশি দরকার জীবনের নিরাপত্তা, জানালেন আলিয়া ভাট

করোনা ভাইরাসের কারণে চলছে লকডাউন। যার ফলে বলিউডের সিনেমার শুটিং আটকে রয়েছে। কয়েকশো কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে বলিউডকে। এমনকি শুটিং বন্ধ থাকার জন্য বহুমূল্য সেট ভাঙতে হচ্ছে প্রযোজকদের।তবে এবার দীর্ঘদিন এই অবস্থা থাকায় সেট খুলে ফেলার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে। শোনা যাচ্ছে, আবারও শুটিংয়ে ফিরবে বলিউড।
তবে এইদিকে এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছিলেন সঞ্জয়লীলা বানশালীও।পরিচালক সঞ্জয়লীলা বানশালীর ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। এই ছবির শুটিং লকডাউনের মধ্যেই শুরু হবে বলে জানানো হয়েছে। লকডাউন ৫ থেকেই মুম্বাইয়ের স্টুডিও পাড়ায় শুটিংয়ে ধীরে ধীরে ছাড়পত্র মিলছে। ফলে এবার আলিয়া ভাট অভিনীত এই ছবি শুটিং ফ্লোরে আসছে।আর এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থা।
তবে এই প্রসঙ্গে আলিয়া ভাট বলেন যে, ‘এই সময় গোটা বিশ্ব জুড়ে যা পরিস্থিতি চলছে তার থেকে মুক্তি পেতে বেশ সময় লাগবে । তাই এই অবস্থায় কীভাবে আমরা বেঁচে থাকবো সেটি ঠিক রাখাতে হবে। আমরা যদি শুটিং শুরু না করতে চাই তবুও করতে হবে, কারণ এভাবে আর কতদিন আটকে থাকা যায় । তবে নিরাপত্তা মেনে শুটিং শুরু হবে । তবে হ্যা, করোনায় শুটিংয়ের আগে বেশি দরকার জীবনের নিরাপত্তা।