বিনোদন

করোনায় ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং বাদ পড়ায় যা বললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

করোনা ভাইরাসের ফলে সবাইকে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাফেরা করতে বলা হয়েছে।কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে, লকডাউনের মধ্যেই নাকি শুটিং শুরু হবে। তবে শুটিং শুরু হবে বেশ কিছু নিয়ম মেনে।যার ফলে বাদ পড়েছে ঘনিষ্ঠ দৃশ্য-চুম্বন।আর এতেই চিন্তিত হয়ে পড়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রী।

ভারতীয় এক গণমাধ্যমের অনুযায়ী বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘এই করোনা ভাইরাস কতদিন থাকবে তা আমরা জানি না । কথার কথা করোনা যদি এক বছর বা তার বেশি থাকে তাহলে কি শুটিং এভাবেই চলবে। তাতে কোনোরকম ঘনিষ্ঠ দৃশ্য হবে না তা তো আর হয় না। আর তা মেনেও নেওয়া যায় না।তবে হ্যা, শুটিং করার আগে শিল্পীদের টেস্ট করে নিতে হবে, করোনা পজিটিভ হওয়ার কোনও লক্ষণ আছে কি না। যদি তাদের মধ্যে কোনো লক্ষণ দেখা যায় তাহলে তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য থেকে বাদ দেওয়া হবে ।’

ঋতুপর্ণা আরো বলেন, ‘তবে এটাও বলব, অন্তরঙ্গ দৃশ্য ছাড়াও ছবি হয়। পরিচালকরা কতটা অন্য ভাবনা ভাবতে পারবেন, এ বার তা দেখার পালা।’ অন্যদিকে ‘কোড়া পাখি’ ধারাবাহিকের নায়ক ঋষি কৌশিক বলেন, ‘বাংলা ধারাবাহিকে চুম্বন দৃশ্য থাকে না। তবে ঘনিষ্ঠ দৃশ্য থাকে। শুটিং শুরু হলেও সব শিল্পীর মনে করোনার ভয় থাকবে। সে ক্ষেত্রে ঘনিষ্ঠ দৃশ্য ছাড়া শুটিং করতে পারলেই ভালো হয়।’

Back to top button