বিনোদন

করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব, বিশেষ বার্তা দিলেন সালমান খান

গোটা বিশ্ব কাঁপছে করোনাভাইরাসের আতঙ্কে।এই আতঙ্ক লাখ সংখ্যা ছাড়িয়েছে।এমনকি জানা গিয়েছে চিনে নাকি করোনাভাইরাসে ৩০০০মানুষ মারা গিয়েছে।আর এর প্রভাব ফেলেছে ভারতেও। করোনা ভাইরাসের আতঙ্কে আপাতত বন্ধ রয়েছে চুম্বন করা,হাত মেলানো ও জড়িয়ে ধরা।কারণ এর থেকেই নাকি ভাইরাস ছড়াচ্ছে।

তবে সম্প্রতি বলিউড অভিনেতা সালমান খান তার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন।যেখানে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার জিমে শরীর ঘামাতে ঘামাতে খালি গায়ে জিমের সিটে বসে হাতে নমস্কারের ভঙ্গি করে করোনা ভাইরাস নিয়ে ভক্তদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন।

এমনকি ক্যাপশনে লিখেছেন, ‘এই মুহূর্তে নমস্কার কারণ আমাদের সমাজে নমস্কার বলাই যায়।কিন্তু যখন এই করোনা ভাইরাসের আতঙ্ক শেষ হয়ে যাবে তখন সবাই সবার সঙ্গে হাত মেলাও সবাই সবাইকে জড়িয়ে ধোরো।আর এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় হু হু করে।

Back to top button