বিনোদন

ওজন কমিয়ে বিপদের মুখে এই বলিউড অভিনেতা, ভুগছেন লিভারের রোগে

চরিত্রের প্রয়োজনে এক মাসে ১০ কেজি ওজন কমিয়েছেন বলিউড অভিনেতা সত্যজিৎ দুবে। জানা গেছে, তড়িঘড়ি করে ওজন কমাতে গিয়ে ভয়াবহ লিভারের সমস্যার ভুগছেন অভিনেতা।

সত্যজিৎ দুবের ক্যারিয়ারের পরবর্তী ছবি ‘অ্যায়ে জিন্দেগি’ এখন মুক্তির অপেক্ষায়। এই ছবির চরিত্রের প্রয়োজনে এক ধাক্কায় ১০ কেজি পর্যন্ত ওজন কমাতে হয়েছে সত্যজিৎকে। আর অল্প সময়ে ওজন কমাতে গিয়ে লিভার সিরোসিসের সমস্যায় ভুগছেন ‘অলওয়েজ কাভি কাভি’ খ্যাত অভিনেতা।

‘প্রস্থনম’-এ খল চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা সত্যজিৎ দুবে। ‘মুম্বাই ডায়রিজ: ২৬/১১’-এ অহন মির্জার চরিত্রে সত্যজিতের অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। সত্যজিৎ যখন কোনও চরিত্রে অভিনয় করেন তখন তিনি সেই চরিত্রের গভীরে পৌঁছে যান। পর্দায় নিজেকে সঠিকভাবে উপস্থাপনের চেষ্টা করেন তিনি।

‘অ্যায়ে জিন্দেগি’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরে শুটিং শুরুর আগে খুব বেশি সময় ছিল না অভিনেতার। এক মাসের মধ্যেই ছবির কাজ শুরু হয়েছিল। চরিত্রের প্রয়োজনে তার ১০ কেজি পর্যন্ত ওজন কমানো প্রয়োজন ছিল। সেই জন্য শুধুমাত্র টমেটো আর শসা খেয়ে দিনের পর দিন কাটিয়েছেন সত্যজিৎ। সেই সঙ্গে চলত তরল খাবার। প্রতিদিন ১০ কিলোমিটার পর্যন্ত হাঁটতেন। এভাবে মাত্র ২৭ দিনের মধ্যে ১০ কেজি পর্যন্ত ওজন কমিয়ে ফেলেছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

এরপর একই ছবির জন্য কিছুটা ওজন বাড়ানোর প্রয়োজন পড়ে অভিনেতার। হাতে ছিল মাত্র তিন দিন। এই তিনদিন অভিনেতা শুধু পিজা আর ফাস্টফুড খেয়ে থাকেন। সেই সময়ে স্বাস্থ্যের চিন্তা মাথায় আসেনি তার। শুধু একটাই বিষয় মাথায় ছিল চরিত্রের সঙ্গে নিজের লুক যেন মানানসই হয়। এতেই ঘটে বিপত্তি।

Back to top button