বিনোদন

এবার যে কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করলেন রিয়া চক্রবর্তী

সুশান্তের মৃত্যু জন্য বারবার কাঠগড়ায় দাড় হতে হচ্ছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে । জানা যায়, সোমবার সিবিআই গোয়েন্দাদের টানা ৯ ঘণ্টা জেরার সম্মুখীন হন রিয়া ও তার ভাই সৌভিক। এরপর সেখান থেকে ছাড়া পেলে সঙ্গে সঙ্গে রিয়া বেরিয়ে যান ও সান্তাক্রুজ থানায় উপস্থিত হন। কিন্তু কেন?

জানা গিয়েছে, সান্তাক্রুজ থানায় গিয়ে নাকি রিয়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেন। সুশান্তের মৃত্যুর পর থেকে আইনের চোখে দোষী সাব্যস্ত হওয়ার আগেই সবার নেগেটিভ নজরে রিয়া। কারণ তিনি একটাসময় সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন। আর তার জন্যই সংবাদমাধ্যমের রিয়াকে নিয়ে ব্যাপক আগ্রহ।

এমনকি গত শুক্রবারদিন বাড়ির বাইরে সাংবাদিকদের ভিড় দেখে বাড়ির বাইরে নাকি বের হননি রিয়া। রিয়া বাড়ির বাইরে বের হওয়ার জন্য পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েছিলেন। রিয়ার দাবি, ‘তার স্বাভাবিক জীবন নাকি সাংবাদিকরা বিপর্যস্ত করে দিচ্ছে। শান্তিতে থাকতেই দিচ্ছে না। একারণেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন রিয়া।’

Back to top button