বিনোদন

এবার ‘মিটু’ নিয়ে মুখ খুললেন শ্রুতি ও কাজল

বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও শ্রুতি হাসান।সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য ছবি দেবী-র প্রচারে #মিটু নিয়ে মুখ খুললেন এই দুই অভিনেত্রী।বলিউড অভিনেত্রী কাজল বলেন, মিটু যথেষ্ট প্রভাব ফেলেছে কি না এটা যে কোনো পুরুষকেই জিজ্ঞাসা করতে পারেন । এমনকি বহু নামী মানুষ এর সঙ্গে জড়িয়েছেন। কারণ আমার মনে হয় যে, ভালো খারাপ যে কোনও পুরুষই এখন ভেবে দেখেন এবং এটা দরকার। প্রতিদিনের কথাবার্তার সময়ই মানুষ অনেক ভেবেচিন্তে কাজ করছেন। সেটা অফিসেই হোক বা ছবির সেটে।

এমনকি নায়িকা শ্রুতি হাসান বলেছেন, একবার ফ্লাইটে লন্ডন যাচ্ছিলাম এই মিটু বিষয়টি হওয়ার পরে।সেই সময় আমার সামনে ল্যাপটপ খুলে বসে ছিলেন একজন।তিনি পড়াশোনা করছিলেন নারীদের থেকে কতটা দূরে থেকে কথা বলা উচিত।এই মিটু বিষয়টা এমন একটা সচেতনতা তৈরি করেছে, যেখানে অন্য একজন কেউ প্রশ্ন করলে আরেকজন উত্তর দিতে বাধ্য।

প্রসঙ্গত, কাজল ও শ্রুতি স্বল্পদৈর্ঘ্য ছবি দেবীতে অভিনয় করেছেন।যেকোনো লড়াইয়ে নারীদের পাশে দাঁড়ানো ও সাহায্য করা এই নিয়েই এই ছবিটি করা হবে।

Back to top button