বরুন বাদ, টাইগার আসছেন নতুন ভূমিকায়!
কিছুদিন আগেই রেমো ডিসুজা পরিচালিত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ মুক্তি পেয়েছিলো।এবং বক্স অফিস মুখ থুবড়ে পড়েছিল।আর সেই ছবিতে প্রধান চরিত্রে দেখা যায় বরুন ও তার বিপরীতে শ্রদ্ধাকে।এই সিনেমাটিতে একটি নাচের প্রতিযোগিতায় বরুণ ও শ্রদ্ধাকে পরস্পরবিরোধী প্রতিযোগী দলের সদস্য হিসেবে দেখা গেছে।
তবে সম্প্রতি রেমো ডিসুজার ড্যান্স ফ্র্যাঞ্চাইজিটির নতুন কাজ শুরু করছেন।আর সেখানে শোনা যাচ্ছে বরুন থাকছে না।নতুন গুঞ্জন বলিউডে শোনা যাচ্ছে,রেমোর নতুন ছবি ‘ড্যান্স’ এ আবার নতুন করে জায়গা নিতে চলেছেন টাইগার শ্রফ।
ভারতীয় সংবাদমাধ্যমে সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, রেমোর পরিচালনায় এর আগে সুপারহিরো সিনেমা ‘দ্য ফ্লাইং জেট’-এ অভিনয় করেছিলেন টাইগার। তারা দু’জন আবারও একসঙ্গে ড্যান্স সিনেমাটিতে কাজ করতে যাচ্ছেন।তবে সিনেমাটিতে টাইগার এর বিপরীতে কাকে দেখা যাবে এখনো জানা যায়নি।