একতা কাপুর ও তার মাকে ধর্ষণের হুমকি, যা বললেন অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী একতা কাপুর। একতার প্রযোজিত নামকরা একটি ওয়েব সিরিজ নিয়ে তুমুল বিতর্ক চলছে। একতা এই ওয়েব সিরিজে নগ্নতাকে কেন্দ্র করে ধর্ষণের হুমকিও পেয়েছেন। এমনকি শুধু একতা কাপুর নয় তার মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অনেকে আবার একতা ও তার মার্ বিরুদ্ধে মামলা করেছে যে
এই সিরিজে নাকি ভারতীয় সেনাবাহিনীকে কটাক্ষ করা হয়েছে।
তবে এই সিরিজে যেসব ভারতীয়দের আহত করেছে, তাদের কাছে একতা ক্ষমাও চেয়ে নিয়েছেন এবং অনেক কোথাও বলেছেন। একতা বলেন, ‘হ্যাঁ, আমার বিরুদ্ধে একটা এফআরআই করা হয়েছে। যাদের অনুভূতি আহত হয়েছে তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি বলতে আমার কাউকে আহত করার মতো উদ্দেশ্য ছিল না।আমি একজন গর্বিত ভারতীয়, ভারতীয় সেনাবাহিনীকে ছোট করার তো কোনো প্রশ্নই আসে না। তারপরও যারা আহত হয়েছেন, আমি শুধু বলতে চাই, কাউকে আহত করা আমাদের উদ্দেশ্য না।’
তিনি আরো বলেন, ‘ওই সিরিজে যৌন দৃশ্য দেখানো হয়েছে।যার ফলে আমাকে অনেকেই ধর্ষণের হুমকি দিচ্ছে। এমনকি আমার মাকে পর্যন্ত ছাড়েনি ধর্ষণের হুমকি দিতে। তবে এখন জানলাম, যৌনতা একটা খুবই খারাপ বিষয়। কিন্তু ধর্ষণ ভালো।’