একই দিনে মুক্তি পাবে দুই সিনেমা, ক্যাটরিনা-করণের সম্পর্কে ফাটলের ইঙ্গিত
জন্মদিন উদযাপনের জন্য স্বামী ভিকি কৌশলের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ। এর মধ্যেই ঘোষণা এলো মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা। ক্যাটরিনা কাইফ-বিজয়ের ‘মেরি ক্রিসমাস’-এর মুক্তির দিন আগামী ১৫ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। এদিকে একই দিন মুক্তি পাচ্ছে করণ জোহরের প্রযোজনা সংস্থার সিনেমা ‘যোধা’।
ক্যাটরিনা কাইফের জন্মদিন ১৬ জুলাই তারিখে ‘মেরি ক্রিসমাস’ মুক্তির দিন ঘোষণা করেছেন নির্মাতারা। আর এতেই চটেছেন করণ জোহর। ক্যাটরিনা ও ‘মেরি ক্রিসমাস’র টিমকে ইঙ্গিত করেই বেশ কড়া কথা শোনালেন করণ।
প্রশ্ন উঠছে, ‘ক্রিসমাস’ ও ‘যোধা’র মুক্তির দিন নিয়ে টক্করের কারণে কি করণ-ক্যাটরিনার সম্পর্কের অবনতি ঘটবে? সরাসরি না বললেও করণ জোহরের বক্তব্য, ‘একটা ফোন করে জানানোর সৌজন্যটুকু নেই। একই দিনে দুটি ছবির মুক্তি নির্মাতা ও প্রযোজকদের জন্য কতটা লাভজনক জানি না! একে তো বক্স অফিসের এই হাল, তার উপর একসঙ্গে পরিস্থিতির মোকাবিলা না করলে মুশকিল!’
সমালোচকরাও তো ছাড়ার পাত্র নন। শুরু হয় মন্তব্য। করণকেও মনে করিয়ে দেন তার কৃতকর্মের কথা। একজন লিখেছেন, আপনি ভুলছেন কী করে অজয় দেবগনের ‘শিবায়’-এর সঙ্গে একই দিনে আপনিও ছবি রিলিজ করেছিলেন। কেউ লিখেন, শাহরুখের ‘জিরো’ মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে ‘সিম্বা’ রিলিজ করেছেন। বক্স অফিসে এই টক্কর তো সাধারণ বিষয়।
কামাল আর খান প্রথমে টুইট করেছিলেন করণ জোহর ‘শিবায়’-এর ব্যবসা নষ্ট করতে ইচ্ছা করেই একই দিনে সিনেমা মুক্তি দিয়েছেন। যার প্রতিক্রিয়ায় কাজল লিখেছিলেন, ‘শকিং’। পরে করণ আবার স্বাকীর করেন, একটা টুইট তার আর কাজলের ২৫ বছরের সুসম্পর্ক নষ্ট করে দেয়। যদিও পরে তাদের সম্পর্ক ঠিক হয়ে যায়।
‘মেরি ক্রিসমাস’ শ্রীরাম রাঘবন পরিচালিত একটি ডার্ক কমেডি থ্রিলার। অন্যদিকে ‘যোধা’ সিনেমায় অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা, দিশা পাটানি এবং রাশি খান্না।