বিনোদন

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে নতুন মোড়: ‘আমি আসল অপরাধী খুঁজে বার করব’! ময়ূরীকে চ্যালেঞ্জ করলো মেঘ

জি-বাংলার ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ টিআরপি তালিকায় ভালো করতে পারেনি। তবে সিরিজটি ধীরে ধীরে মানুষের মন জয় করছে। আশা রাখা যাচ্ছে, আগামীদিনে আরও ভালো স্কোর করবে।

সিরিজটি যারা দেখেন তারা জানেন যে, নীল মেঘকে হানিমুনে নিয়ে যেতে চায় তাকে খুশি করতে। কিন্তু ময়ূরী নীল এবং মেঘের হানিমুন নষ্ট করার জন্য তার পাসপোর্ট সরিয়ে দেয়। বিমানবন্দরে এসে তারা দেখতে পান তাদের পকেট থেকে পাসপোর্ট নেই। বাড়ি ফিরে সবাই মেঘকে জ্ঞান-হীন মেয়ে বলে দোষারোপ করতে থাকে।

সিরিজের আজকের পর্বে, আমরা দেখতে পাই যে নীল মেঘর মিউজিক নোটবুকে পাসপোর্ট খুঁজে পেয়েছে। তারপর নীল মেঘের উপর ক্ষিপ্ত হয় এবং তাকে বকাঝকা করে। বাইরে টেবিলে থাকা সবাই ময়ূরীকে অপমান করলে মেঘ ময়ূরীকে বলে, “যে এই ঘটনা ঘটিয়েছে আমি তাকে খুঁজে বের করব।” মেঘের কথা শুনে ময়ূরী চমকে গেল। মেঘ কি আসল অপরাধী খুঁজে পাবে?

Back to top button