বিনোদন

আয়ুষ্মান বাদ, সুযোগ পেলেন রাজকুমার, নতুন ছবিতে সাথে থাকছেন জনপ্রিয় নায়িকা

বলিউডের জনপ্রিয় রাজকুমার রাও ও জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর।এই ২ সুপারস্টারকে নিয়ে ‘বাধাই হো‘র সিক্যুয়েল বানানোর কথা ভাবছেন প্রযোজকরা। ‘বাধাই হো’র সিক্যুয়েলের নামও ঠিক হয়ে গিয়েছে। জানা যায়, ওই ছবির নাম ‘বাধাই দো’। তবে এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে না বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। আয়ুষ্মানের পরিবর্তে আসছেন রাজকুমার রাও। আর তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় নায়িকা ভূমি পেডনেকরকে।

জানা যাচ্ছে, ‘বাধাই হো’ সিক্যুয়েল ‘বাধাই দো’ ছবিটি পারিবারিক গল্প হতে চলেছে।’বাধাই দো’ অস্বাভাবিক সম্পর্কের কথাই পর্দায় তুলে ধরবে। তবে এতটুকু জানা যাচ্ছে ‘বাধাই হো’র থেকে ‘বাধাই দো’ অনেক বেশি মজার ছবি হতে চলেছে।

এমকি ছবির পরিচালক হর্ষবর্ধন কুলকর্ণি বলেছেন যে, “জঙ্গল পিকচার্স যে ধরনের ছবি করে, আমি বরাবর এই ধরনের ছবি করতে চাইতাম। তাই এই ছবির অফার যখন আমার কাছে এল, দু’বার ভাবিনি। বাধাই হোর মতো এই ছবিটি পারিবারিক গল্প। তবে নতুন গল্প ও স্টারকাস্টের সঙ্গে আসছে সিক্যুয়েল।”

Back to top button