‘আমি যে বেঁচে রয়েছি সেটাই আশ্চর্য্যের’

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত শুরু থেকেই বেশ গলা করেছেন। সেই সঙ্গে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েছেন কঙ্গনা । সম্প্রতি মুম্বাই ছেড়ে হিমাচল প্রদেশের মানালিতে নিজের আসল বাড়িতে চলে গেলেন বলিউডের এই অভিনেত্রী। যেখানে কঙ্গনাকে খুব সুন্দর ভাবে আমন্ত্রণ জানাচ্ছেন মানুষেরা ।
এদিকে আবারো শিবসেনাকে ‘সোনিয়া সেনা’ বলে একটি টুইট করেন কঙ্গনা রানাউত। যেখানে তিনি লেখেন, ‘এমন একটা সময় ছিল যখন মুম্বাইয়ে আমি মায়ের স্পর্শ পেতাম। আর এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে যে আমি বেঁচে রয়েছি সেটাই আশ্চর্য্যের । যে সময় শিবসেনা সোনিয়া জানায় পরিনিত হলো তারপরই মুম্বাই প্রশাসন সন্ত্রাসের আকার নিলো।’
প্রসঙ্গত, কয়েকদিন আগে মুম্বাইয়ে কঙ্গনা রানাউতের পলি হিল অফিস ভাঙা নিয়ে বেশ কথা বলেছিলেন অভিনেত্রী। এই নিয়ে একটি টুইটও করেছিলেন কঙ্গনা। যেখানে কঙ্গনা লিখেছিলাম ‘আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে’।