বিনোদন

আন্দোলনে একাত্মতা প্রকাশ করে খোলামেলা ছবি পোস্ট, ব্যাপক সমালোচনার মুখে নায়িকা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া কেরালার হাতির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছিলেন।এবার তামান্না হ্যাশট্যাগ ‘ব্ল্যাক লাইফ ম্যাটারস’ দিয়ে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর চলতি আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আর এ জন্য নিজের একটা সাদা–কালো নগ্ন ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নায়িকা তামান্না ভাটিয়া।

তামান্নার ওই ছবিতে দেখা যায়, ‘তামান্নার মুখে কালো কালিতে হাতের ছাপ, গলা কালো কালিতে অংকিত। এমনকি এই ছবিটি পোস্ট করার পরই ৪ লাখ ৯৩ হাজার লাইক পেয়েছেন। ওই ছবির এই ছবির ক্যাপশনে তামান্না লিখেছেন, ‘আপনার নীরবতা আপনাকে সুরক্ষা দিতে পারবে না। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ ও প্রাণীর প্রয়োজন আছে। কারও মুখ চেপে ধরা মানেই প্রকৃতির নিয়ম ভাঙা। আমাদের অবশ্যই আগের সব অনুশীলন ভুলে আবার মানুষ হওয়া শিখতে হবে। ধৈর্য ও সহনশীলতা নিয়ে সব মানুষ ও পরিবেশের সব উপাদানের কারও ক্ষতি না করে বাঁচতে জানতে হবে।’

এমনকি দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়ার এই ছবির নিচে অনেক নেটিজেনরা মন্তব্য করেন যে, ‘ইনিই সেই দুমুখো সাপ না, যিনি রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন করেছিলেন।’ আবার কেউ কেউ লেখেন, ‘এই সব ভন্ডকে চিনে নিন। মুখ আর মুখোশ আলাদা, শুধু আলাদা নয়, বিপরীত।’ এমনকি নেটিজেনরা এটাও লেখেন, ‘ও, আপনার ঘুম ভেঙেছে?’ ‘এত দিন কোথায় ছিলেন? মেকাপ লাগাচ্ছিলেন? ভন্ড, প্রতারক!’।

Back to top button