অভিনেতা প্রভাসের বিরুদ্ধে মামলা থানায়! কারণ

করোনা ভাইরাসের কারণে ভারত জুড়ে চলছে লকডাউন। যার ফলে বলিউডে থেকে শুরু করে টালিউড তারকারা বাড়িতেই রয়েছেন। আর এই পরিস্থিতিতে মামলার মুখে পড়লেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রভাস। তার নামে অভিযোগ উঠেছে যে, প্রভাস নাকি লকডাউন অমান্য করে তার গেস্ট হাউসে গিয়েছিলেন।
বেশিরভাগই দাবি করেন, অভিনেতা প্রভাসের পরিচারকের বিরুদ্ধেই আসলে মামলা দায়ের হয়েছে। লকডাউনের মাঝে সরকারি নির্দেশিকা অমান্য করে প্রভাসের ব্যক্তিগত গেস্ট হাউজে গিয়েছিলেন প্রভাসের পরিচারক। রায়দূর্গমে অবস্থিত প্রভাসের সেই গেস্টহাউসটি । যার জেরে মামলা দায়ের হয়েছে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে।
তবে অন্য একটি প্রতিবেদনে জানা গিয়েছে, অভিনেতা প্রভাসের বিরুদ্ধে নাকি সেই মামলা দায়ের করা হয়েছে।কারণ, ওই গেস্টহাউসে নাকি তার পরিচারক নয় বরং প্রভাস নিজেই গিয়েছিলেন। এই খবরটা স্থানীয় থানায় পৌঁছতেই পুলিশ তাড়াতাড়ি সেই জায়গায় যান এবং প্রভাসকে ওই গেস্ট হাউসে ঢুকতে বাধা দেন। পাশাপাশি সিজও করে নেওয়া হয় সেই গেস্টহাউজ।