বিনোদন

অবশেষ কি শ্রদ্ধার প্রেমে পড়লেন প্রভাস?

বাহুবলির নায়ক প্রভাসের সঙ্গে দক্ষিণী নায়িকা অনুষ্কা শেঠীর প্রেমের গুঞ্জন রটেছিল অনেকদিন থেকেই।তাদের বিয়ে হবে এরকম খবর ও শোনা যাচ্ছিলো।কিন্তু শেষমেষ তাদের নিয়ে এই গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলো প্রভাস ও অনুষ্কা দুজনই।তারা আলাদা এক সাক্ষাৎকারে জানান যে,তারা শুধুই ভালো বন্ধু।
তবে এই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই বাহুবলীর অভিনেতা প্রভাস এর সঙ্গে নাম জুড়ে যায় শ্রদ্ধা কাপুর এর।তাদের দুজনকে কিছুদিন আগেই ‘সাহ’ সিনেমাটিতে দেখা গেছে।গেল মঙ্গলবার শ্রদ্ধার জন্মদিনে তার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রভাস। সেই ছবিতে শ্রদ্ধাকে পেছন থেকে জড়িয়ে ধরে পোজ দিতে দেখা যায় তাকে।
শুধু তাই নয় ‘সাহ’ ছবিতে শ্রদ্ধার চরিতের অমৃতা নাম ধরেই ‘আমার অমৃতা’বলে ছবির নিচের ক্যাপসনে লেখা ছিল।আর সেই থেকেই বলিউডের একাংশে জোর গোল শুরু হয়েছে। তবে কি শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ালেন প্রভাস?

Back to top button