অবশেষে ভুল স্বীকার করে ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন নিয়ে যা বললেন দীপিকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।দীপিকা বলিউডে পা রাখার পর থেকে অনেক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়ে তাদের মনে জায়গা করে নিয়েছেন।তবে বলিউডের পাশাপাশি ভারতের বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন।ক্যারিয়ারের পাশে অসংখ্য নামী-দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন এই অভিনেত্রী । কিন্তু কয়েকটি ব্র্যান্ডের প্রচার করা তার ভুল ছিল বলে সম্প্রতি মন্তব্য করেছেন দীপিকা । তা নিয়ে দুঃখপ্রকাশও করেছেন তিনি।
অভিনেত্রী দীপিকার এক ঘনিষ্ঠ মহলের দাবি, ‘দীপিকা শুধু যে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন তা না, সেই সঙ্গে তিনি বলেছেন তিনি এই ধরণের ব্র্যান্ডের হয়ে আর কোনোদিন প্রচার করবেন না।’ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মনে করেন, ‘নিজের চামড়ার রং লুকনোর কোনো প্রয়োজনীয়তা নেই। তার উপলব্ধি, কোলার (ত্বক ফর্সার ক্রিম) প্রচারের অর্থ শরীর-স্বাস্থ্যকে আরও খারাপ হওয়ার দিকে ঠেলে দেয় বলে জানিয়েছেন।’