বিনোদন

অক্ষয়কে প্রথম দেখায় তার শাশুড়ি কি ভেবেছিলো, সেই গোপন তথ্য ফাঁস করলেন টুইঙ্কেল

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও বলিউড ডিভা ডিম্পল কাপাডিয়া ব্যক্তিজীবনে শাশুড়ি ও জামাই । তবে তাদের মধ্যে সম্পর্কও বেশ ভালো।কিন্তু জানেন কি মেয়ে টুইঙ্কেলের সঙ্গে বিয়ের আগে অক্ষয়কে নিয়ে অন্যরকম মনোভাব ছিল ডিম্পলের? জানা যায়, তিনি নাকি প্রথম দেখায় অক্ষয়কে সমকামী ভেবেছিলেন!

কফি উইথ করন শোতে এসে মিসেস ফানিবোনস টুইঙ্কল খান্না সুপারস্টার স্বামী অক্ষয় কুমারকে নিয়ে তার মায়ের এই ধারণাটি জানালেন সবাইকে।আর এর থেকেই বোঝা যায় টুইঙ্কেলের রসাত্মবোধ বেশ ভালো।অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না করণ জোহরের চ্যাট শো-এ এসে বলেন, ‘আমাকে বিয়ে করবে বলে অক্ষয় আমাদের বাড়িতে আমার মাকে বলতে এসেছিলো। সেই সময় আমি ও আমার মা ডিম্পল একটি সোফায় বসে ছিলাম। আর অন্যদিকের সোফায় বসেছিলেন অক্ষয় ও আমার মায়ের এক বন্ধু। অক্ষয় ওনার পিঠে আকুপাঞ্চার করছিল।’

সেই সময় মা আমায় চুপিসারে কানে কানে বলেন, ‘অক্ষয় চলে গেলে আমি তোমায় কিছু কথা বলতে চাই।’ তখন আমি মাকে বলি না এখনই বলো। তারপর মা বলেন, ‘তোমার বন্ধু সন্দীপ যে সংবাদপত্রে লেখালেখি করে বলছিল, অক্ষয় সমকামী’।ডিম্পল তার মেয়েকে একটি শর্তও জুড়ে দিলেন। মা আমাকে বলল ‘ তোমরা আগে ১ বছর লিভ টুগেদার কর, তারপর বিয়ে করো।’ ডিম্পল কন্যার ভাষ্য, ‘মায়ের কথামত আমরা ১ বছর লিভ ইন সম্পর্কে ছিলাম।’

Back to top button